কিভাবে নারকেলের পানি ত্বকের আদ্রতা ধরে রাখে
কিভাবে নারকেলের পানি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে তা এই আর্টিকেলটি
সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন। নারকেলের পানি শুধুমাত্র খাবার জন্য নয় বরং এটি
ত্বকের আদ্রতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে।
সূচিপত্রঃ কিভাবে নারকেলের পানি ত্বকের আদ্রতা ধরে রাখে
-
নারকেলের পানি ত্বকের জন্য নিরাপদ কিনা
-
নারকেলের পানিতে কি কি পুষ্টিগুণ রয়েছে
- ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে নারকেলের পানি
- কিভাবে নারকেলের পানি ত্বকের গভীর পর্যন্ত কার্যকারী
- নারকেলের পানি নিয়মিত ব্যবহারের উপকারিতা
-
সঠিকভাবে নারকেলের পানি ত্বকে ব্যবহারের পদ্ধতি
- সর্বশেষ উক্তি
নারকেলের পানি ত্বকের জন্য নিরাপদ কিনা
সাধারণত নারিকেলের পানি ত্বকে ব্যবহারের জন্য সম্পন্ন নিরাপদ। যদি
কারো এলার্জির মত সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় নারকেলের পানি
ব্যবহারের ক্ষেত্রে ত্বকের কোন এক অংশে হালকা ব্যবহার করে যাচাই করে
নিতে হবে।
আরো পড়ুনঃ বিনিয়োগ ছাড়া অনলাইনে আয় করার উপায়
নারকেলের পানিতে কি কি পুষ্টিগুণ রয়েছে
সাধারণত নারকেলের পানি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আসে। তাই
প্রাকৃতিকভাবে নারকেলে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ,
অ্যান্টিঅক্সিডেন্ট, এমাইনো এসিড এছাড়াও আরো অনেক উপাদান রয়েছে।নারকেলের
পানিতে সাধারণত ভিটামিন 'বি' এবং 'বি কমপ্লেক্স' পাওয়া যায়। এমাইনো এসিড
ত্বকের । কোষ পুনর্গঠনে সাহায্য করে।
ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে নারকেলের পানি
তবে বিভিন্ন সমস্যার সমাধানে নারকেলের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। নারকেলের পানি ত্বকের লোমকূপ পর্যন্ত পরিষ্কার করে তাই ত্বকেরবিভিন্ন
ধরনের সমস্যা দূর হয়। নারকেলের ব্যবহার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর
হয়। এতে এন্টি অক্সিডেন্ট এর গুন থাকায় গভীর ব্রণের দাগ ও হালকা করতে
সাহায্য করে।
কিভাবে নারকেলের পানি ত্বকের গভীর পর্যন্ত কার্যকারী
নারকেলের পানি ত্বকের গভীর পর্যন্ত কার্যকরী হওয়ার মূল কারণ হলো এতে উপস্থিত
বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও পুষ্টিগুণ। এটি ত্বকের ভিতর পর্যন্ত
যেয়ে কোষকে পুনর্জীবিত করে তোলে। নারকেলের পানিতে উপস্থিত
ইলেকট্রোলাইট, ভিটামিন সি, অ্যামাইনো এসিড ইত্যাদি কোষকে ভেতর
থেকে সুস্থ করে এবং ত্বক আর্দ্রতা ধরে রাখে। নারকেলের পানিতে উপস্থিত
এন্টি-অক্সিডেন্ট ত্বককে বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। এছাড়াও
নারকেলের পানির এন্টি-ইনফ্লেমেটরি ত্বকের লালচে ভাব দূর করে।
নারকেলের পানি নিয়মিত ব্যবহারের উপকারিতা
নারকেলের পানি নিয়মিত ব্যবহারের উপকারিতা অনেক ধরনের হয়ে থাকে। এটি
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হয় এবং বিভিন্ন ধরনের ভিটামিন বা খনিজ থাকার
কারণে এটি ত্বকে প্রয়োগ করলে ত্বক সুস্থ থাকে আর্দ্রতা বজায় থাকে এছাড়াও
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
নারকেলের পানি এন্টি-ব্যাকটেরিয়াল হাওয়াই এটি ত্বকের লোমকূপের গভীর
পর্যন্ত যেয়ে ত্বককে পরিষ্কার করে। এতে ত্বকের জনিত সমস্যা দূর হয়ে যায়।
নারকেলের পানি সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এছাড়াও
নারকেলের পানি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক সমস্যা যেমন ত্বকের বিভিন্ন কালো
দাগ দূর হয় এবং ত্বক সতেজ রাখে।
সঠিকভাবে নারকেলের পানি ত্বকে ব্যবহারের পদ্ধতি
নারকেলের পানি সঠিকভাবে ত্বকে ব্যবহার করলে এর গুনাগুন অনেক বেশি পরিমাণে
বৃদ্ধি পায়। তবে সাধারণত এটি যে কোন ভাবে প্রয়োগ করা যায়। নিচে নারকেলের
পানি ত্বকে ব্যবহারের কিছু কার্যকর পদ্ধতি দেওয়া হলোঃ
- টোনার হিসেবে ব্যবহার: নারকেলের পানি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। টোনার হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে কিছু নারকেলের পানি নিতে হবে। এরপর তা তুলার সাহায্যে ত্বকে লাগাতে হবে। এটি লাগানো শেষ হলে 10 থেকে 15 মিনিট পর হালকা ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে।
- স্প্রে হিসেবে ব্যবহার: নারকেলের পানি স্প্রে হিসেবে ত্বকে ব্যবহার করা যায়। এর জন্য যেকোনো একটি বোতলে নারকেলের পানি নিয়ে ব্যবহার করা যায়। আবার প্রয়োজন এটি সংরক্ষণ করেও রাখা যায়।
- রাতে ঘুমানোর আগে: রাতে ঘুমানোর আগে নারকেলের পানি ত্বকে লাগালে এর গুনাগুন অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এর জন্য তুলার সাহায্যে নারকেলের পানি ত্বকে লাগাতে হবে এবং হালকা হাতে মাসাজ করতে হবে। পরবর্তীতে সকালে ঘুম থেকে ওঠার পর শীতল পানি দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে।
সর্বশেষ উক্তি
নারকেলের পানি অত্যন্ত গুণাগুণ সম্পন্ন একটি উপাদান। এটি সঠিক ব্যবহারের
মাধ্যমে স্বল্প খরচে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব। নারকেলের পানি
যেমন ত্বকের সমস্যার সমাধান করে তেমনি ত্বক সুস্থ রাখে মসৃণ করে এবং
উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়াও এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হয় এর
কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
লং টেক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url