সকল ফলের মধ্যে অত্যন্ত উপকারী বা স্বাস্থ্যকরী একটি ফল হল বাঙ্গি ফল। বাঙ্গি
ফলের অনেক ধরনের স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতা রয়েছে। বাঙ্গি ফল স্বাদে খুব বেশি
মিষ্টি না হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং বিভিন্ন ধরনের
ভিটামিন।
যা শরীরের শরীরের জন্য অনেক বেশি উপকারী আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে বাঙ্গি
ফলের অজানা ৫টি উপকারিতা সম্পর্কে জানতে পারবেন।
রক্তচাপ নিয়ন্ত্রণে বাঙ্গির অনেক উপকারিতা রয়েছে। এতে থাকা পুষ্টিগুণ এবং
উপাদান সমূহ দেহের উচ্চ রক্তচাপ কমাতে ও হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
বাঙ্গি ফলে পটাশিয়ামের উপস্থিতি থাকায় এটি শরীরের সোডিয়াম এর মাত্রা
নিয়ন্ত্রণে রাখে যা উচ্চ রক্তচাপের বড় একটি কারণ। বাঙ্গি শসা জাতের একটি ফল হয়
এতে প্রায় ৯০% পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
শরীর হাইটেক থাকলে উচ্চ রক্তচাপ অনেকটা কমে আসে। আবার বাঙ্গি খেলে ডিহাইড্রেশন এর
লক্ষণ কমে যায় যা রক্তচাপ কমাতে সহায়ক। বাঙ্গিতে ম্যাগনেসিয়াম রয়েছে যা রক্ত
প্রবাহকে স্বচ্ছল রাখতে সাহায্য করে। ছাড়াও এটি হৃদযন্ত্রের কার্যকারিতা সক্ষম
রাখতে সাহায্য করে।
তাছাড়াও বাঙ্গিতে অনেক বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায় যা শরীরের খারাপ
কোলেস্টেরল কমায় এবং রক্ত প্রবাহ উন্নত করে এতে উচ্চ রক্তচাপের আশঙ্কা কমে যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বাঙ্গি ফল অনেক বেশি উপকারী। এতে থাকা পুষ্টিগুণ
শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বাঙ্গি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়
এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। ভিটামিন সি শ্বেত
রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।
শ্বেত রক্তকণিকা শরীরকে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে
সাহায্য করে। এছাড়া শ্বেত রক্তকণিকা শরীরের রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে।
আবার বাঙ্গিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে খারাপ বা ক্ষতিকর টক্সিন বের
করতে সাহায্য করে। এ ছাড়াও বাঙ্গি ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ
শ্বাসযন্ত্র ও ত্বকের সুরক্ষায় সহায়তা করে।
চোখের উন্নতিতে বাঙ্গি ফল
চোখের উন্নতিতে বাঙ্গি ফল অনেক বেশি উপকারী। এর মধ্যে থাকা পুষ্টিগুণ চোখের
স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বাঙ্গি ফলে থাকা ভিটামিন এ চোখের মধ্যে থাকা
রেটিনা অংশের কার্যক্ষমতা উন্নতিতে সহায়ক। ভিটামিন এ চোখের পৃষ্ঠ আদ্র রাখতে
সাহায্য করে।
এতে চোখের শুষ্ক রোগ দূর হয়। সব শেষে বলা যায় বাঙ্গি ফলে থাকা ভিটামিন সি,
অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেটা-ক্যরোটিন চোখকে বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগ থেকে
রক্ষা করে এবং দৃষ্টি শক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে।
শরীরের অতিরিক্ত ওজন কমাতে
শরীরের অতিরিক্ত ওজন কমাতে বাঙ্গি ফল অনেক বেশি সহায়ক। বাঙ্গিতে প্রায় ৯০% পানি
থাকে যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্ষুধা নিবারণ করতে ও
সহায়ক। এতে কম পরিমাণে ক্যালরি এবং অনেক বেশি পুষ্টিগুণ থাকে যা পেট ভরা রাখে
ফ্যাট মুক্ত করে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাঙ্গি ফল
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাঙ্গি ফল অনেক বেশি উপকারী। বাঙ্গি ফলে প্রচুর
পরিমাণে ভিটামিন এবং পানি থাকায় এটি ত্বককে হায়ড্রেট রাখতে সাহায্য করে।
এছাড়াও বাঙ্গির খোসা ছাড়িয়ে তা দিয়ে ত্বকে নিয়মিত ব্যাবহার করলে ত্বকের
মৃত কোষ দুর হয়ে যায়।
ত্বকের যত্ন নেওয়ার জন্য সরাসরি বাঙ্গি ফল খাওয়ার পাশাপাশি এটি মাধ্যমে ফেস
প্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বক আরো উজ্জল, মশৃণ এবং সতেজ হয়ে ওঠে।
শেষ মন্তব্য- বাঙ্গি ফলের অজানা ৫টি উপকারিতা
বাঙ্গি একটি উপকারী এবং পুষ্টিকর একটি ফল। এটি খেতে খুব বেশি মিষ্টি না হওয়ায়
অনেকে খেতে পছন্দ করেন না। তবে এর মধ্যে থাকা পুষ্টিগুণ এবং ভিটামিন শরীরের জন্য
অনেক বেশি উপকারী। সব মিলিয়ে বাঙ্গি ফল তার উপকারিতার জঃন্য এটি সকলের নিয়মিত
খাদ্য তালিকায় যোগ করা উচিত।
লং টেক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url