চুলের যত্নে কালোকেশী ব্যবহার

মানুষের সৌন্দর্যের একটি অংশ হলো চুল তবে কারণে অকারণে অনেকের চুলের স্বাস্থ্য ভালো থাকে না বা নষ্ট হয়ে যায়। অনেক সময় চুলে রাসায়নিক পণ্য ব্যবহার করাই বা চুলের সঠিক যত্ন না নেওয়ায় চুল ক্ষতিগ্রস্ত হয়। 
চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহার
এক্ষেত্রে চুলের সঠিক যত্ন নিলে বা প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে চুল ভালো থাকে এবং এটি অধিক কার্যকরী হয়। কালোকেশী নামক ভেষজ চুল উন্নত করায় চুলের স্বাস্থ্য ভালো  রাখতে  চুলের উজ্জ্বলতায় বা চুলের বৃদ্ধি তুরান্বিত করতে অনেক বেশি কার্যকারী। তাই চুলের  সঠিক যত্ন নিতে  বা  চুলের সকল রোগ নিরাময় করতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্রঃ চুলের যত্নে কালোকেশী ব্যবহার

কালোকেশী কি বা কেমন

কালোকেশী মূলত একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ যা সাধারণত আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। কালোকেশিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং এন্টিঅক্সিডেন্ট। এছাড়াওএটি বিভিন্ন ভেষজ গুনে সম্পূর্ণ ভরপুর।
কালোকেশী সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে এই গাছের ফুল ছোট ছোট এবং সাদা বর্ণের হয়। তবে এই গাছটি চুলের জন্য অনেক বেশি উপকারী তাই একে কালোকেশী নামে অভিহিত করা হয়। কালোকেশী গাছ সাধারণত জঙ্গলে, ফাঁকা মাঠে, খাল-পুকুরের পাশে বা বাসার আঙ্গিনায় দেখতে পাওয়া যায়।

চুলের যত্নে কালোকেশী ব্যবহার ও এর উপকারিতা

কালোকেশীর তেল সরাসরি চুলে ব্যবহার করা যায় কারণ চুলের যত্ন এটি অত্যন্ত কার্যকরী।কালোকেশীতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং প্রোটিন থাকায় চুলের গোড়া মজবুত করে এবং চুলের ভিত্তিতে সাহায্য করে। 
এছাড়াও এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে নতুন চুল গজায়। নিয়মিত কালোকেশী চুলে ব্যবহার করলে চুল পড়া দূর হয়, চুলের ঘনত্ব বৃদ্ধি পায় এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধান হয়। কালোকেশী চুলের খুশকি দূর করতে সাহায্য করে। এতে উপস্থিত এন্টি ফাঙ্গাল এবং এন্টি ইনফ্লেমিটারি উপাদান মাথার ত্বককে সুস্থ  রাখে ত্বক পরিষ্কার রাখে। 
ছাড়াও এটি মাথার ত্বকের শুষ্কতা কামায় এবং আদ্রতা ধরে। কালোকেশী অকালে চুল পেকে যাওয়া দূর করতে সহায়ক এতে উপস্থিত এন্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন চুলের কোর্সগুলিকে সুরক্ষিত রাখে এতে চুলের অকালে পেকে যাওয়া রোধ হয়। কালোকেশী চুলকে পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। এটি চুলের বাইরের স্তর মজবুত করে এতে সূর্যের ক্ষতিকর রশ্মি, পরিবেশ দূষণ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে চুল রক্ষা পায়।

কালোকেশী ব্যবহার করে খুব দ্রুত ফলাফল পাওয়ার পদ্ধতি

চুলের যত্নে কালোকেশী ব্যবহার করে খুব দ্রুত ফলাফল পাওয়ার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য প্রথমে কালোকেশী পাতা ভালোভাবে ধুয়ে মুছে নিন। এর পানি শুকিয়ে গেলে তা ব্লেন্ড করে রস বানিয়ে নিন। 
এই রস মাথায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন যাতে এটি ত্বকে ভালোভাবে শোষিত হয়। এরপর কিছুক্ষন মাথা মালিশ করার পর এক ঘন্টা মত সময় পর ভালোভাবে শ্যাম্পু করে মাথা দিয়ে। এই পদ্ধতি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করলে এর ফলাফল খুব দ্রুত পাওয়া সম্ভব।

চুলে কালোকেশী তেল ব্যবহারের নিয়ম

কালোকেশী তেল চুলের জন্য অনেক ভালো একটি পণ্য যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। সঠিকভাবে কালোকেশী ব্যবহারের জন্য প্রথমত এই তেল হালকা গরম করে নিন। 
তেল গরম হয়ে গেলে তা চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ করুন। 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করার পর রেখে দিন এরপর গোসলের সময় ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতি সপ্তাহে 2 থেকে 3 ব্যবহার করা যেতে পারে এতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

কালোকেশীতে যে সকল ঔষধি গুনাগুন রয়েছে

কালোকেশী একটি প্রাকৃতিক উপাদান যা চুলের পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন উপকার করে থাকে। এটি ঔষধি গুণাগুনে ভরপুর যা শারীরিক সুস্থতা এবং বিভিন্ন রোগের প্রতিকার করতে সক্ষম।কালোকেশী পাতার তেলে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং ঔষধি গুণ রয়েছে।
চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহার
কালোকেশীর ঔষধী গুনাগুনের কারনে এটি বিভিন্ন রোগ যেমন হজমের সমস্যা, গ্যাসের সমস্যা এসিডিটি সহ আরো অনেক রোগের প্রতিকার কার্যকারী। এছাড়াও কালোকেশীর পাতায় থাকা পুষ্টির উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে শারীরিকভাবে সুস্থ থাকতে একটি কার্যকরী। এটি শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করতে সাহায্য করে এবং শরীরকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে।

কালোকেশী চুলে ব্যবহারের বিভিন্ন পদ্ধতি

কালোকেশী চলে ব্যবহারের বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে কয়েকটি সহজ এবং কার্যকর পদ্ধতি আছে যা ঘরে বসে তৈরি করা সম্ভব। নিজে এই পদ্ধতি গুলো আলোচনা করা হলো:

কালোকেশীর পেস্ট তৈরি করা:

কালোকেশী পাতা ব্লেন্ড করে তার চুলের ব্যবহার করা যায়। এই পেস্ট নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, খুশকি দূর হয় চুল কালো হয়, ঘন হয় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি লাগানোর পর 15 থেকে 20 মিনিট মাসাজ করে ধুয়ে খেলতে হবে। এটি চুলের পুষ্টি উপাদান বৃদ্ধি করে এবং চুলে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কালোকেশীর শ্যাম্পু ব্যবহার করা

সাধারণ শ্যামপুর মতো কালোকেশী শ্যাম্পু ব্যবহার হয়। এটি চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। এটি ব্যবহারের ক্ষেত্রে গোসলের সময় শ্যাম্পু লাগানোর পর তিন থেকে চার মিনিট মাথায় দিয়ে হালকা ম্যাসাজ করে ভেঙে ফেলতে হবে। এটি চুল পরিষ্কার রাখতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে।

কালোকেশীর তেলের সাথে নারকেল তেল মেশানো

নারকেল তেল এবং কালোকেশীর তেল একসাথে মিশিয়ে ব্যবহার করলে এটি অনেক কার্যকারী উপায় হয়ে দাঁড়ায়। এই তেল একসাথে মিশিয়ে চুলের ডগায় প্রয়োগ করতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করে এক থেকে দেড় ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। 
 কালোকেশীর তেল চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে অন্যদিকে নারকেল তেল চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তাই দুটি একসাথে ব্যবহারের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

কালোকেশীর পেস্ট বানানোর পদ্ধতি

কালোকেশীর পেস্ট বানানোর ক্ষেত্রে প্রথমে কিছু তাজা কালোকেশীর পাতা নিতে হবে। এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে দিতে হবে। এরপর এটি ব্লেন্ড বা বেটে নিতে হবে ব্লেন্ড করার সময় এতে কিছু পরিমাণ অলিভ অয়েল মেশানো যায় এতে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। 
ব্লেন্ড করার সময় ভালোভাবে ব্লেড করতে হবে যাতে পেস্ট অনেক ভালো ভাবে মসৃণ হয়। তাহলে তৈরি হয়ে যাবে কালোকেশীর পেস্ট।

কালোকেশী ব্যবহারের কিছু সতর্কতা

চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদিও এটি চুলের জন্য অনেক উপকারী। প্রথমত কালকেশী তেল বা টেস্ট ব্যবহারের পূর্বে ত্বকে এলার্জি জাতীয় কোন সমস্যা আছে কিনা তা যাচাই করতে হবে। 
চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহার
কারণ সেনসিটিভ হলে এটি প্রয়োগের পর অনেক জ্বালা পোড়া হতে পারে। দ্বিতীয়ত কালোকেশী ব্যবহারের পর বা যেকোনো সময় হেয়ার ড্রায়ার ব্যবহার না করা। কারণ হেয়ার ড্রায়ারের গরম বাতাস চুলের প্রাকৃতিক উপাদান নষ্ট করে এবং অনেক বেশি ক্ষতি করে। আবার অতিরিক্ত কালোকেশীর তেল বা পেস্ট ব্যবহার না করা। 
এটি সপ্তাহে এক থেকে দুইবার সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তা না হলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। এর তেল বা পেস্ট ব্যবহার করে ধুয়ে ফেলার পর যাতে কোন অংশে তা লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেষ কথা- চুলের যত্নে কালোকেশী ব্যবহার

চুলের যত্নে কালোকেশী ব্যবহার করা অনেক বেশি উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান তাই এটি যে কোন সময় প্রয়োজনে আশেপাশে পাওয়া যায়। কালোকেশী চুলের যেকোনো সমস্যার সমাধান করতে পারে তাই চুলের জন্য অতিরিক্ত অর্থ খরচের প্রয়োজন পড়ে না। 
এটি ঘরোয়া ভাবে বানানো যায় এবং চুলের যত্ন করা যায়। সর্বোপরি প্রাকৃতিক উপাদান হিসেবে কালোকেশী চুলের যত্নে একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সমাধান। তাই এর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার চুলের সুস্থতা এবং উজ্জ্বলতা সুনিশ্চিত করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লং টেক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url