লুডু গেম খেলে টাকা আয় বিকাশে । বর্তমান যুগে টাকা আয় করার বিভিন্ন ধরনের
পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপায় হলো গেম খেলে টাকা আয় করা। অনেকে
সময় কাটানোর জন্য বা সাময়িক বিনোদনের জন্য মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেম খেলে
থাকেন। তবে এই মোবাইল ফোনের গেম খেলে টাকা আয় করা সম্ভব তারা তারা জানে না বা
বোঝে না।
যেহেতু এটি একটি মোবাইল গেম তাই এই গেম খেলে আয় করা গেলে বিষয়টি অনেক মজাদার
হয়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রে মত অনেক গেম রয়েছে যা খেলার মাধ্যমে টাকা আয় করা
সম্ভব এবং সাথে সাথে বিকাশে নেওয়া সম্ভব। এক্ষেত্রে বলা যায় লুডু গেম খেলে টাকা
আয় বিকাশে এটি অবশ্যই সম্ভব।
লুডু গেম সারা বিশ্বে অনেক জনপ্রিয় একটি গেম। তাই লুডু গেম চিনে না এইরকম মানুষ
খুব কম পাওয়া যায়। এর একটি ভালো দিক হলো এটি যেকোনো সময় পরিবার বা বন্ধুদের
সাথে খেলার মাধ্যমে সময় কাটানো যায়। এটি বিভিন্নভাবে খেলা যায় যেমন ১ বনাম ১,২
বনাম ২, ১ বনাম ২, ১ বনাম ৩ বা ১ বনাম ৪।
আবার লুডু দুইজন দুইজন করে জোড়া ভাবে খেলা যায়। সকল মোড গুলোর মাঝে যেকোনো একটি
মোড বেছে নিয়ে খেলতে হয় এবং গেম জিতলে টাকা জেতা যায়। এই বেসিক জ্ঞান জানা
থাকলে যে কেউ খুব সহজে লুডু গেম খেলতে পারবে।
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে এটি সম্ভব কি না
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে এটি আদৌ সম্ভব কিনা তা অনেকের মনে প্রশ্ন থেকে
যায়। এর উত্তর হিসেবে বলা যায় হ্যাঁ অবশ্যই লুডু গেম খেলে টাকা আয় করা এবং তা
বিকাশে নেয়া সম্ভব। তবে এর পূর্বে অবশ্যই বিশ্বস্ত অ্যাপ বা সাইট নির্বাচন করতে
হবে। লুডু একটি বহুল প্রচলিত একটি বোর্ড গেম বর্তমানে প্রযুক্তির মাধ্যমে মোবাইল
ফোনে অ্যাপ বা সাইটের মাধ্যমে খেলা সম্ভব হয়েছে।
এর মধ্যেই লুডু খেলার অনেক অ্যাপ বা সাইট আমাদেরকে তা খেলার মাধ্যমে অর্থ আয়
করার সুযোগ দিয়ে থাকে।এরমধ্যে অনেক অ্যাপ এ বা সাইটে গেম খেলার জন্য এন্ট্রি ফি
দিতে হয় এবং কিছু অ্যাপ বা সাইটে ফ্রিতে এন্ট্রি করার সুযোগ দেয়। এন্ট্রি করার
পর সাধারণভাবে বিজয়ীকে এখান থেকে অর্থ দেওয়া হয়।
কিভাবে লুডু খেলার মাধ্যমে অর্থ উপার্জন করা শুরু করবেন
লুডু খেলার মাধ্যমে অর্থ উপার্জন বা আয় করার জন্য প্রথমত play store, app store
বা যেকোনো সাইট থেকে লুডু গেম ইনস্টল করতে হবে। ইনস্টল করার পূর্বে
দেখে নিতে হবে সেই লুড অ্যাপের রেটিং এবং পূর্বে যারা এই গেম খেলেছে তাদের রিভিউ।
এই মাধ্যমে অ্যাপের বৈধতা এবং সত্যতা যাচাই করতে হবে।
খেলার জন্য লুডু অ্যাপ পেয়ে গেলে সেটি ইন্সটল করার পর নতুন অ্যাকাউন্ট এর জন্য
রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য নিজের নাম, ফোন নম্বর, ইমেইল দিয়ে ভেরিফাই করে
নিতে হবে। মোবাইল নম্বরের ক্ষেত্রে নিজের বিকাশ নম্বর দিতে হবে। যাতে অর্জনকৃত
অর্থ উঠাতে কোন সমস্যা না হয়। গেম খেলার পূর্বে এর সকল নিয়ম-কানুন ভালোভাবে
জেনে নিন এবং খেলার পূর্বে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করুন।
অনেক সময় এসব অ্যাপ এ বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয় এসব
টুর্নামেন্টে এন্ট্রির জন্য কিছু পরিমাণে এন্ট্রি ফি দিতে হয়। টুর্নামেন্টে
বিজয়ী দেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয় যা তাদের অ্যাকাউন্টে জমা হয়।
আবার বন্ধুদেরকে বা পরিবারের যেকোনো সদস্যকে রেফার করলে তাদের রেফারের অংশ থেকে
নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা বোনাস হিসেবে দিয়ে থাকে। উক্ত নিয়ম গুলো ভালোভাবে
অনুসরণ করলে লুডু খেলার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব হবে।
আই করার জন্য লুডু খেলার গোপন কিছু টিপস
লুডু খেলে আয় করার জন্য কিছু টিপস জেনে থাকা অনেক জরুরী। এর জন্য নিয়মিত লুডু
খেলার প্র্যাকটিস করতে হবে। লুডু খেলার প্র্যাকটিস না করলে অনেক সময় এটি
ভালোভাবে খেলা যায় না বা বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই প্রথমে
নির্ধারিত একটি সময় নির্বাচন করতে হবে যাতে পরবর্তীতে অতিরিক্ত খেলতে না হয় এবং
সঠিক সময়ে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়।
লুডু খেলার জন্য বিশ্বস্ত প্লাটফর্ম খুঁজে বের করুন যাতে বিজয়ী হলে সময়মতো
নিজের অর্জিত টাকা নিরাপদ এবং নিশ্চিত ভাবে পাওয়া যায়। সর্বশেষ টিপস হলো খেলার
সময় প্রতিপক্ষের সকল ধরনের চাল ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং তা সম্পর্কে দক্ষ
হয়ে ওঠা। এতে পরবর্তীতে গেম খেলার সময় অনেক কার্যকর হতে পারে।
গেম খেলার সাধারণত দুইটি দিক থাকে একটি হল ইতিবাচক দিক এবং আরেকটি হল নেতিবাচক
দিক। ইতিবাচক দিক হিসেবে বলা যায় লুডু গেম খেলার মাধ্যমে পরিবারের মধ্যে মধুর
সম্পর্ক গড়ে ওঠে এবং সকলে একত্রে একে অপরের সাথে অনেক সময় কাটায়। আবার এটি
বন্ধুদের মাঝে ভালো সম্পর্ক গড়তেও সাহায্য করে এবং অনলাইনে খেলতে গেলে অনেক সময়
ভিন্ন ব্যক্তির সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে।
তবে এর নেতিবাচক দিক ও রয়েছে। অনেক সময় গেম খেলা আসক্তিতে পরিণত হয়ে যায়। কেউ
যদি এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে সে অধিক সময় ধরে তা খেলতে থাকে। এতে
পারিবারিক সম্পর্কে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে। আবার অধিক সময় গেম খেলায়
ব্যস্ত থাকায় শারীরিক অনেক ধরনের ক্ষতি হতে পারে।
সাধারণত গেম খেলার জন্য অনেক ধরনের লুডু অ্যাপ রয়েছে। এর মধ্যে কিছু লুডু অ্যাপ
নিচে দেওয়া হলো যা খেলার মাধ্যমে টাকা আয় করা সম্ভব।
Ludo king
Ludo Ninja
Ludo Tez
Elite Ludo
Ludo League
Ludo Empire
Skill Ludo
Ludo Fantasy
Ludo Supreme
Ludo Premium
এখানে দশটি লুডু অ্যাপ এর কথা বলা হলো। এই লুডু অ্যাপ গুলোতে গেম খেলে আপনি
টাকা আয় করে তা বিকাশে নিতে পারবেন।
লুডু গেম খেলে বিকাশ ছাড়া বিকল্প পেমেন্ট অপশন
লুডু গেম খেলে শুধুমাত্র বিকাশে আয় করা টাকা নেওয়া যাবে এইরকম কোন কথা বলা
হয়নি। অর্থাৎ আপনার গেম খেলে অর্জিত টাকা আপনি চাইলে নগদ এর মাধ্যমেও নিতে
পারেন। এছাড়াও বাংলাদেশ আরো অনেক ধরনের লেনদেনের ব্যবস্থা বা অ্যাপ রয়েছে যা
ব্যবহার করে আয় করা টাকা খুব সহজে নিতে পারবেন।
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে কথাটি সম্পূর্ণ একটি সত্য কথা এবং এটি আসলেই
সম্ভব। অনেকে লুডু গেম খেলে বা লুডু ছাড়াও আরো অনেক ধরনের গেম রয়েছে খেলার
মাধ্যমে টাকা আয় করা সম্ভব। তাই বলা যায় লুডু শুধুমাত্র একটি উপায় নয় বরং এর
বিকল্প হিসেবে আরো অনেক ধরনের গেম রয়েছে যা যা খেলার মাধ্যমে আয় করা টাকা
বিকাশে নিতে পারবেন।
বিশেষ করে ছাত্র অবস্থায় এসব ছোট এবং মজাদার গেম খেলে উপার্জন করা গেলে বিষয়টি
অনেক মজাদার হয়ে ওঠে। উপরোক্ত সকল বিষয় মাথায় রেখে সঠিকভাবে কাজ করলে লুডু গেম
খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
লং টেক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url